THE    BANGLADESH    FILES : হিন্দু নিধন’-এ আপত্তি, গেরুয়া শিবিরের ‘দ্য বাংলাদেশ ফাইলস’ প্রদর্শনীর অনুমতি বাতিল

https://www.anandabazar.com/west-bengal/the- bangladesh-files-exhibition-cancelled-at-sanskritichakra-auditorium-in-palbazar-area-of –%E2%80%8B%E2%80%8Bjadavpur-on-Sunday dgtl/cid/1335618

আনন্দবাজার পত্রিকা অনলাইন

১৯৭১ সালে বাংলাদেশে ‘বাঙালি হিন্দুদের উপর অত্যাচার’-এর ঘটনা নিয়েই এই প্রদর্শনীর আয়ােজন করেছিল ‘পশ্চিমবঙ্গের জন্য’।

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা ২৬ মার্চ ২০২২

বাংলাদেশে হওয়া ১৯৭১ সালের  ঘটনাক্রম নিয়ে প্রদর্শনীর উদ্যোগ। গ্রাফিক: সনৎ সিংহ।

রবিবার যাদবপুরের পালবাজার এলাকার সংস্কৃতি চক্র প্রেক্ষাগৃহে ‘দ্য বাংলাদেশ ফাইস’ প্রদর্শনী হওয়ার কথা ছিল। আচমকাই বাতিল হয়ে গেল সেই  প্রদর্শনী। প্রেক্ষাগহ কর্তপক্ষের বাঙালি হিন্দ গণহত্যা নিয়ে আপত্তি থাকার কারণেই এই প্রদর্শনী  করতে দেওয়া হচ্ছে না বলে আভযােগ তুলল। আয়ােজক সংস্থা পশ্চিমবঙ্গের জন্য’। প্রদর্শনী বাতিলের প্রতিবাদে রবিবার বিক্ষোভ কর্মসূচিরও ডাক  দিয়েছে আয়ােজক সংস্থা। ওই কর্মসূচিতে বিজেপির  কর্মী-সমর্থকেরা শামিল থাকবেন বলে শােনা  গিয়েছে। পাল্টা সংস্কৃতি চক্রের তরফেও জানানাে হয়েছে, সঠিকতথ্য দিয়ে প্রদর্শনী দেখানাের আবেদন  করেনি ‘পশ্চিমবঙ্গের জন্য’। 

 ১৯৭১ সালে বাংলাদেশে ‘বাঙালি দের উপর অত্যাচার’-এর ঘটনা নিয়েই এই প্রদর্শনীর আয়ােজন  করেছিল ‘পশ্চিমবঙ্গের জন্য’। বাংলাদেশ থেকে  আসা বহু উদ্বাস্তু মানুষের বাস যে হেতু যাদবপুর, তাই প্রথম প্রদর্শনীর আয়ােজন সেখানেই হচ্ছে বলে জানিয়েছিলেন আয়ােজকরা। পাশাপাশিই, তাঁদের  বক্তব্য, এই অনুষ্ঠানের সঙ্গে কোনও রাজনৈতিক  যােগ নেই। যদিও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন  বিজেপি-র কর্মী-সমর্থকেরা। শুধু তাই নয়, এই প্রদর্শনীর জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল বিজেপি-র পক্ষ থেকেই। কিন্তু অনুমতি দেওয়ার পরেও হঠাৎইসংস্কত চক্রের তরফে জানিয়ে হয়, প্রেক্ষাগৃহে ওই প্রদর্শনী করা যাবে না।

প্রদর্শনীর অনুমতিপত্রে নেই ‘বাঙালি হিন্দুগণহত্যা’র উল্লেখ 

এর পরেই পশ্চিমবঙ্গের জন্য সংস্থার অন্যতম কর্তা মােহিত রায় একটি প্রেস বিবৃতি প্রকাশ করেন। তাতে তিনি লেখেন, “ইসলামি মৌলবাদ সমর্থক বামপন্থী সংস্থা সংস্কৃতি চক্র শেষ মুহূর্তে তাদের সভাগৃহ ব্যবহারের অনুমতি প্রত্যাহার করেছে। তাদের আপত্তি বাঙালি হিন্দু গণহত্যা নিয়ে। তারা অনুমতি নেওয়ায় অজুহাত তােলে। আমরা কলকাতা পুলিশের হেড কোয়ার্টার ও গরফা থানার সঙ্গে যােগাযােগ করি। কিন্তু তারা কোনও আপত্তি করেনি।”

 মােহিত আগে রাজ্য বিজেপি-র উদ্বাস্তু শাখার প্রধান ছিলেন। এখন রাজ্যের অন্যতম মুখপাত্র। প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ বামপন্থী আদর্শে বিশ্বাসী বলে দাবি করে মােহিতের অভিযােগ, ‘৭১-এর বাংলাদেশে বাঙালি হিন্দুদের গণহত্যা’ ইতিহাস পশ্চিমবঙ্গের বামপন্থীরা লুকিয়ে রাখতে চান। তাই এই প্রদর্শনী বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, প্রদর্শনী বাতিলের প্রতিবাদে যাদবপুর পালবাজারের মােড়ে বিকেল ৫টায় সমবেত হবেন তিনি ও তাঁর সংস্থার সদস্যরা সেখানেই তাঁরা প্রদর্শনীর চিত্র দেখাবেন। March 2022 পাল্টা সংস্কৃতি চক্রের কর্তা প্রদীপ দত্ত বলেন, “ওঁরা আবেদনে জানিয়েছিল, মুক্তিযুদ্ধ নিয়ে প্রদর্শনী হবে। কিন্তু পরে ওঁদের অনুষ্ঠান পােস্টারে দেখলাম, বাঙালি হিন্দু গণহত্যা নিয়ে প্রদর্শনী। আমরা বলেছিলাম, পুলিশের থেকে অনুমতি নিতে। পরে দেখলাম, পুলিশের কাছে অনুমতি চাইতে গিয়েও মুক্তিযুদ্ধের প্রদর্শনী বলে দাবি করেছিল ওঁরা। তাই হয়তাে পুলিশ অনুমতি দিয়েছিল। কিন্তু বাঙালি হিন্দু গণহত্যা নিয়ে প্রদর্শনীর অনুমতি আমরা দিতে পারব না।”

জিন্দা থাকলে নিন্দা হবেই।  প্রশংসা হবে স্মরণসভায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

এবার ঢাকায় আরেক ‘ইকবাল কাহিনি’, গ্রেপ্তার যুবক  তিন দিনের রিমান্ডে 

অসংকোচ প্রকাশের সব সাহস

SAMAKAL.COM

Issue 304. April 03,,2022. E-mail: unitycouncilusa@gmail.com; Compiled, Published & Edited by Sitangshu Guha Page 17 of 20

 

ডারতীয় জনতা পার্টি ।

কলকাতা কর্পোরেশন ওয়ার্ড নং-১০৩

তারিখ_17]03/2022

The secretary

Sanskrit chakra Graula main Rood. Gafe – 78

 

মংলহ,

| আমরা 2 গ গ% aৱা ১ম ৭ থেকে আপনাকে মান%ি খ. অাগামী। 226222_ রাবার ডুধু a2 tt থেকে মা ৮ , লও, বাংলা দেশের মানু৮ে ৫১ তম 532 ১৯৭৪ সালেই মহত্যা । এরা লোঃ শ্রেদর্শনী ও আমাঞ্চন) স7ে সংt৩বক্সেঃ মতৃেহে কতবার এ অবরে পরি।

| আম আর আমাদেঃ ৫ অবে QQA ফ৫ে অগ্নদেরকে “বাঞ্ছিত করেন।

প্রথম আলো

আৰd ও বিক্ষোও সমt(বৰ

&্যবাণ্ডে ৪, : (মাতৃ৩ রা2)

পাহাড়িদের জুমের জমি দখলের ঘটনায় ২৪ বিশিষ্ট নাগরিকের (বাশ দত্তও মে ঠমতে |

উদ্বেগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *